৪০ টাকার পেঁয়াজ ৬০
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি করায় সাত দোকানিকে ৭৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আব্দুল্লাহপুর, বেতকা ও টঙ্গিবাড়ী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, দোকানি আওলাদ হোসেনকে ২৫ হাজার, প্রাণকৃষ্ণ মণ্ডলকে ১৫ হাজার, ইসলাম চোকদারকে তিন হাজার, মো. দুলাল হোসেন, মো. জসিম ও হানিফকে ১০ হাজার টাকা করে এবং নজরুল ইসলামকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা উচ্চমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি বিক্রি করছিল।
অন্যদিকে, উচ্চমূল্যে পণ্য বিক্রি করায় আটজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় তাদের আটক করে থানায় নেয়া হয়। পরে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়।