৩৯ দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক
আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিম । শুধু বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে সীমাবদ্ধ না বরং পোলান্ড, সাইপ্রাস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালদ্বীপ, সৌদি আরব, দুবাই, ভারত, কাতার, কুয়েতসহ ৩৯টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক ।
কোম্পানির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন, ব্লু ড্রিম গ্রুপ ৬টি কোম্পানি নিয়ে গঠিত। পোশাক, লেদার, ফেব্রিক, ইন্টেরিয়র ডিজাইন , ডেভলপারসহ বেশ কিছু ব্যবসা আছে। বাংলাদেশে সবচেয়ে বেশি আউটলেট নিয়ে ব্লু ড্রিম পরিচালনা করছি। আমাদের এখন মোট অউটলেট সংখ্যা ৭৫৩ । ২০১০ সালে মিরপুরের শো-রুম দিয়ে যাত্রা শুরু করি। আমাদের সারাদেশে আছে ব্লু ড্রিমের শো-রুম। আর ৩৯টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক ।
নিজেদের গার্মেন্টসে ৩৮ ধরনের তৈরি পোশাক তৈরি করে ব্লু ড্রিম। নতুন বছরে উদ্বোধন হতে যাচ্ছে ব্লু ড্রিমের বেশকিছু শো-রুম । এরইমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলাতে ব্লু ড্রিমের কয়েকটি শোরুম উদ্বোধন হয়েছে।