৩৫% নগদ লভ্যাংশ সুপারিশ একমির

একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়া হবে।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৩৯ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৬ ডিসেম্বর রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সে বছর ইপিএস ছিল ৬ টাকা ৬১ পয়সা ও এনএভিপিএস ৮০ টাকা ১৩ পয়সা। ২০১৬ সালেও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ পান এর শেয়ারহোল্ডাররা।

ডিএসইতে গতকাল একমি শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৪৬ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়ায় ৯০ টাকা ৫০ পয়সায়। দিনভর দর ৮৯ টাকা ৩০ পয়সা থেকে ৯১ টাকার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৮৯ টাকা ৭০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৮৯ টাকা ২০ পয়সা।

এদিন ৪৮৪ বারে এ কোম্পানির মোট ১ লাখ ৫৫ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৮৮ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১১৮ টাকা।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৭০ কোটি ৮৭ লাখ টাকা। এ কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪০ দশমিক ১২ শতাংশ, প্রতিষ্ঠান ২৯ দশমিক ৩১, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৯ দশমিক ২০ শতাংশ শেয়ার।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ১৩ দশমিক ৫৭; অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৩ দশমিক ৩১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *