২ কোম্পানিটির বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সাইফ পাওয়ারটেকের ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়। এরমধ্যে ১০ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য পরিচালনা পর্ষদ আগামী ২৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
এদিকে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়। এরমধ্যে ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য পরিচালনা পর্ষদ আগামী ১ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করেছে।