২৬ টাকা শেয়ার ২ হাজার টাকায় বিক্রি
ডিএসইর স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্লাটফর্ম এসএমই মার্কেটের কোম্পানি ইউসুফ ফ্লাওয়ার মিলসের শেয়ারদর গতকাল ২৬ টাকা ১০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২ হাজার টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির আর্থিক ফলাফল ঘোষণার পরদিন নিয়মানুসারে গতকাল এর শেয়ারদরে কোনো সার্কিট ব্রেকার ছিল না। অস্বাভাবিক এ শেয়ার লেনদেনের বিষয়টি বিএসইসি ও ডিএসই খতিয়ে দেখছে বলে জানা গেছে।
গতকাল লেনদেন শুরুর সময় এসএমই মার্কেটে ইউসুফ ফ্লাওয়ার মিলসের শেয়ারের প্রারম্ভিক দর ছিল ২৬ টাকা ১০ পয়সা। এদিন ডিএসইতে কোম্পানিটির মাত্র ৯টি শেয়ার ৫ বার হাতবদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার টাকায় লেনদেন হয়েছে কোম্পানিটির শেয়ার। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ৫৯৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি সার্ভিল্যান্স বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে।