২৬০০ টাকার চার্জার ফ্যান ৩৫০০-তে বিক্রি
লোডশেডিংয়ে চার্জার ফ্যানের বিক্রি বেড়েছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। বাড়তি দামে ছাড়া মিলছে না চার্জার ফ্যান।
ক্রেতাদের এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে শনিবার (২৩ জুলাই) অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে দুই হাজার ৬০০ টাকা দামের চার্জার ফ্যান তিন হাজার ৫০০ টাকায় বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর বংশাল থানাধীন নবাবপুর রোডে ইলেকট্রিক পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ১২ ইঞ্চি সাইজের বৈদ্যুতিক চার্জার ফ্যান তিন হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ ওই ফ্যানের দাম দুই হাজার ৬০০ টাকা। অর্থাৎ একটি ফ্যানে ৯০০ টাকা বাড়তি দাম নেওয়া হচ্ছে। এ অপরাধে ওই দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।