২২ দিনে প্রবাসী আয় এলো ১৩ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার

চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে ১২৬ কোটি ৫৪ লাখ (১২৬৫ দশমিক ৩৯ মিলিয়ন) ডলারের প্রবাসী আয় এসেছে দেশে। প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৩ কোটি টাকা। তবে চলতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যে হারে রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছিল, সে তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কিছুটা কমে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে (৮ সেপ্টেম্বর পর্যন্ত) ৫২ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। আর দ্বিতীয় সপ্তাহে (১৫ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিট্যান্স আসে ৪১ কোটি ২৭ লাখ ডলার। তবে তৃতীয় সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছেন (২২ সেপ্টেম্বর পর্যন্ত) মাত্র ২০ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ মাসের প্রথম সপ্তাহে যে পরিমাণ রেমিট্যান্স এসেছিল, পরের দুই সপ্তাহে তা ধারাবাহিকভাবে কমেছে।

এর আগে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে দেশে রেমিট্যান্স এসেছিল। চলতি মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহে যেভাবে রেমিট্যান্সের ধারা ছিল সেখানে ব্যাংকখাত সংশ্লিষ্টরা এ মাসেও দুই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আশা করেছিলেন। তবে পরের দুই সপ্তাহে ধারাবাহিক কমে যাওয়াকে হতাশাজনক বলছেন তারা। প্রবাসী আয়ের প্রবাহ কমে আসার এই ধারা চলমান থাকলে আগের দুই মাসের তুলনায় সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে যাবে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলারের রেমিট্যান্স। আর দ্বিতীয় মাস আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে দেশে।

এদিকে, সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫১ লাখ মার্কিন ডলার এবং একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি মার্কিন ডলার। তবে আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকের মাধ্যমে।

২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের ২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *