২০ লাখ কর্মীর বেতন বাড়াচ্ছে জার্মানি
প্রায় ২০ লাখ কর্মীর বেতন বাড়াতে যাচ্ছে জার্মানি। সম্প্রতি দেশটির তিন রাজনৈতিক দল মিলে নতুন সরকার গঠনের যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজনৈতিক দলগুলোর জোট চুক্তির ভিত্তিতে কর্মীদের বেতন ঘণ্টাপ্রতি সর্বনিম্ন ১২ ইউরো বা ১৩ দশমিক ৪৬ ডলারে উন্নীতের পরিকল্পনা করেছে।
জার্মানিতে বর্তমানে কর্মীদের বেতন ৯ দশমিক ৬০ ইউরো বা ১০ দশমিক ৭৭ ডলার। ডাচ বহুজাতিক ব্যাংক আইএনজির অর্থনীতিবিদ কারস্টেন ব্রেজকির মতে, এর মাধ্যমে জার্মানির অন্তত ৫ শতাংশ কর্মী বা ২০ লাখ কর্মীর বেতন বাড়বে।
এ বিষয়ে ইউএসবির অর্থনীতিবিদ ফেলিক্স হেফনার বলেছেন, এ বৃদ্ধির ফলে জার্মানির সামগ্রিক বেতন বাড়বে, যা দেশটির অর্থনীতিতে অবদান রাখবে। তবে এর ফলে বৃহত্তর পরিসরে বেতন বৃদ্ধির চাপ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
এদিকে কর্মীদের বেতন বৃদ্ধির প্রকাশ্য সমালোচনা করে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক।