২০১৯ সালে সর্বোচ্চ উত্তোলনের সম্ভাবনা যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাতেও চাঙ্গাভাব বজায় রয়েছে। ২০১৮ সালে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন রেকর্ড পরিমাণ বেড়েছিল।
এ ধারাবাহিকতায় চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রের নিজস্ব কূপগুলো থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন দেশটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যেতে পারে। একই সঙ্গে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ ব্যবহারও ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
ইআইএর সর্বশেষ শর্টটার্ম এনার্জি আউটলুকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নিজস্ব কূপগুলো থেকে আগের বছরের তুলনায় বেড়ে প্রতিদিন গড়ে ৮ হাজার ৩৩১ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে।
২০১৯ সাল শেষে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন আরো বেড়ে ৯ হাজার ১৯ কোটি ঘনফুটে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। সে হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের নিজস্ব কূপগুলো থেকে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উত্তোলন বাড়তে পারে ৬৮৮ কোটি ঘনফুট।
এর মধ্য দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখছে ইআইএ। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০২০ সাল নাগাদ দেশটিতে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উত্তোলন বর্তমানের তুলনায় আরো বেড়ে ৯ হাজার ২২২ কোটি ঘনফুটে পৌঁছে যেতে পারে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।
এদিকে ইআইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ ব্যবহার দাঁড়িয়েছে দৈনিক গড়ে ৮ হাজার ১৫৮ কোটি ঘনফুট। চলতি বছর শেষে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় ব্যবহার আরো বেড়ে ৮ হাজার ২৬৫ কোটি ঘনফুটে পৌঁছাতে পারে।
দেশটির ইতিহাসে এটাই হবে প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ অভ্যন্তরীণ ব্যবহার। ২০২০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ ব্যবহার আরো বেড়ে ৮ হাজার ৩৫৫ কোটি ঘনফুটে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইআইএ।