সরবরাহ চেইন খাতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ চায় সৌদি

স্টাফ রিপোর্টার

সরবরাহ চেইন খাতে বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এর মাধ্যমে ৪ হাজার কোটি সৌদি রিয়াল বা ১ হাজার ৬৪ কোটি ডলার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে তার। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

গত বছর উপসাগরীয় দেশটি ঘোষণা করে, অর্থনৈতিক বৈচিত্র্যকরণ পরিকল্পনার অংশ হিসেবে বিমান ও সমুদ্রবন্দরসহ অবকাঠামো খাতে ৫০ হাজার কোটি রিয়াল বিনিয়োগ করবে। এ দশকের শেষ নাগাদ পরিবহন ও লজিস্টিক হাব হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে দেশটি। পরিকল্পনার অংশ হিসেবে বেশ কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার লক্ষ্যে আইনি ও পদ্ধতিগত সংস্কারের কথাও বলা হচ্ছে।

এসপিএর বিবৃতিতে আরো বলা হয়, গ্লোবাল সাপ্লাই চেইন রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ সৌদি আরবের সম্পদ, অবকাঠামো ও অবস্থানকে কাজে লাগিয়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়াজুড়ে অর্থনীতি এবং কোম্পানিগুলোর মধ্যে স্থিতিস্থাপকতা আনবে। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে সৌদি আরবের অবস্থান আরো সুদৃঢ় হবে।

তাছাড়া সৌদি আরব চায় সাপ্লাই চেইন পরিকল্পনাগুলোয় সবুজ ধাতু, সবুজ হাইড্রোজেন উৎপাদন ডিভাইস এবং উন্নত পুনর্ব্যবহারযোগ্য শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ করতে। এ পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে, ২০৩০ সালের মধ্যে সৌদি আরবকে বিশ্বব্যাপী ১৫টি বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি হওয়ার লক্ষ্যে পৌঁছতে সহায়তা করা।

ভিশন-২০৩০ পরিকল্পনার মাধ্যমে সৌদি আরবকে আধুনিকীকরণের পাশাপাশি তেলের ওপর অর্থনীতির নির্ভরতা কমিয়ে শিল্পের বৈচিত্র্যকরণ চান যুবরাজ মোহাম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *