১ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে মালদ্বীপ

দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়ার পরও গোলগড়ে বিদায় নিয়ে ঘরে ফিরে গেছেন বাংলাদেশের ফুটবলাররা। সেখানে মাত্র ১ পয়েন্ট নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলবে মালদ্বীপ। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মালদ্বীপ ২-০ গোলে ভারতের কাছে হেরেও উঠে গেলো শেষ চারে।

অবশ্য এ জন্য তাদের নির্ভর করতে হয়েছে ভাগ্যের উপর। ভারতের কাছে মালদ্বীপের ২-০ গোলে হারে শ্রীলংকার সঙ্গে তাদের পয়েন্ট, গোলগড় সবই সমান হয়ে যায়। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী মালদ্বীপ ও শ্রীলংকার ভাগ্য নির্ধারণ হয় টসে।

টস ভাগ্য মালদ্বীপকে তুলে নেয় শেষ চারে। তারা ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নেপালের। অন্য সেমিফাইনাল খেলবে ভারত-পাকিস্তান।

তিন দলের গ্রুপে ভারত প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে একই ব্যবধানে পরাজিত করে। অন্য দিকে মালদ্বীপ ও শ্রীলংকার ম্যাচটি ছিল গোলশূন্য।

মালদ্বীপ ও শ্রীলংকার ভাগ্য নির্ধারণী টস করেন টুর্নামেন্টের ম্যাচ কমিশনার। টসের সময় পাশেই গোল হয়ে মোনাজাত করছিলেন মালদ্বীপের খেলোয়াড়রা। টসে ডেকে নেয়া হয় দুই দলের অধিনায়ককে। ম্যাচ কমিশনার টস শেষ করার পর সেমিফাইনালে ওঠার আনন্দ করেন মালদ্বীপের খেলোয়াড়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *