নিশান রাশিয়ায় থাকা ব্যবসায়িক কার্যক্রম ১ ইউরোতে বিক্রি করেছে
রাশিয়ায় থাকা ব্যবসায়িক কার্যক্রম বিক্রির ঘোষণা দিয়েছে নিশান। মাত্র ১ ইউরোর বিনিময়ে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার কাছে এ ব্যবসা হস্তান্তর করছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ পদক্ষেপের কারণে নিশানকে প্রায় ৬৮ কোটি ৭০ লাখ ডলার লোকসান গুনতে হচ্ছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিশান ম্যানুফ্যাকচারিং রাশিয়া এলএলসি তার শেয়ারগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন এনএএমের কাছে হস্তান্তর করেছে। রুশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেয়ার হস্তান্তর এ চুক্তির আওতায় ছয় বছরের মধ্যে নিশান পুনরায় এ ব্যবসা অধিগ্রহণ করতে পারবে। এ সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়া ছাড়া সর্বশেষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জাপানি প্রতিষ্ঠানটি। এর আগে নিশানের বেশির ভাগ শেয়ারের মালিক ফরাসি গাড়ি নির্মাতা রেনো রুশ ব্যবসায়িক কার্যক্রম বিক্রি করেছিল। সংস্থাটি রুশ গাড়ি নির্মাতা অ্যাভোটাজে থাকা অংশীদারত্ব এক রুবলের (দশমিক শূন্য ২ ডলার) বিনিময়ে বিক্রি করে।
রুশ মন্ত্রণালয় জানিয়েছে, এ বিক্রয় চুক্তির মধ্যে সেন্ট পিটার্সবার্গে নিশানের সংযোজন ও গবেষণা কেন্দ্রের পাশাপাশি মস্কোয় থাকা বিক্রি ও বিপণন কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পদক্ষেপের কারণে প্রায় ১০ হাজার কোটি ইয়েন (৬৮ কোটি ৭০ লাখ ডলার) লোকসানের আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী মার্চে শেষ হতে যাওয়া ২০২২-২৩ অর্থবছরের জন্য আয়ের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে প্রতিষ্ঠানটি। নিশানের ৪৩ শতাংশ মালিকানা থাকা রেনো প্রাক্কলন করেছে, জাপানি অংশীদারের এ সিদ্ধান্তে চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রতিষ্ঠানের ৩৩ কোটি ১০ লাখ ইউরো মুনাফা ক্ষতিগ্রস্ত হবে।
সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাতের বিষয়টি উল্লেখ করে গত মার্চে নিশান সেন্ট পিটার্সবার্গের কারখানায় গাড়ি উৎপাদন স্থগিত করেছিল। এর পর থেকে প্রতিষ্ঠান ও তার স্থানীয় ইউনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়ে আসছিল।