১৮ হাজার বছর আগের কুকুরের সন্ধান!

সাইবেরিয়ার বরফে ঢাকা লেকে পড়েছিল দু’বছর বয়সি কুকুর ছানার দেহ। এটিই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর ছানার দেহ। বিজ্ঞানীদের মতে যার বয়স সম্ভবত ১৮ হাজার বছর।

২০১৮ সালে সাইবেরিয়ায় ঘুরতে ঘুরতে একটি লোমশ মাংস পিণ্ড উদ্ধার করে লাভ ডালেন এবং দাভি স্ট্যানটোনের পোষ্য। এরপরই তারা খবর দেন স্থানীয় প্রশাসনকে।

পরে বিজ্ঞানীরা এসে প্রথমে দেখেন একটি সম্পূর্ণ দাঁতের ভাগ ও লোমের একটি আস্তরণ। তারপরই একে একে উদ্ধার হয় আস্ত একটি প্রাণী। যা বরফের তলায় হাজার হাজার বছর ধরে চাপা পড়ে ছিল। বিজ্ঞানীরা উদ্ধার করে গোঁফ, চোখের পাতা, নরম নাক, পুরু লোম এবং তিক্ষ্ম দুধের দাঁত।

বিজ্ঞানীদের দাবি উদ্ধার হওয়া প্রাণীটি নেকড়ে অথবা কুকুর ছানা হতে পারে। কিন্তু উদ্ধার হওয়া প্রাণীটিই পৃথিবীতে এখন পর্যন্ত উদ্ধার হওয়া কুকুর জাতির প্রাণীদের মধ্যে সবচেয়ে প্রাচীন প্রাণীর সম্পূর্ণ দেহ।

এর আগে গত জুন মাসে সাইবেরিয়াতে রাশিয়ার বিজ্ঞানীরা উদ্ধার করে একটি ৪০ হাজার বছর পুরানো হিম যুগের সাইবেরিয়ান নেকড়ের মাথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *