১৮ মাসের সর্বনিম্নে বিটকয়েনের মান
বিটকয়েনের মান ২০ হাজার ডলারের নিচে নেমে এসেছে। গতকাল এ ক্রিপ্টোকারেন্সিটি ১৯ হাজার ৭০০ ডলারে কেনাকাটা হয়েছে। ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন মানে নেমে এসেছে জনপ্রিয় মুদ্রাটি। খবর রয়টার্স।
টানা ১২ দিন পতনের মধ্য দিয়ে যাচ্ছে বিটকয়েনের দর। দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথারের মানেও পতন হয়েছে। সম্প্রতি ইথারের মান ৯৯৯ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে, ২০২১ সালের জানুয়ারির পর যা সর্বনিম্ন।
সম্প্রতি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লেনদেন ও অর্থ উত্তোলন বন্ধ করে দেয় ক্রিপ্টোকারেন্সি ঋণদাতা কোম্পানি সেলসিয়াস। এছাড়া বিভিন্ন ক্রিপ্টো কোম্পানি কর্মী ছাঁটাই শুরু করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ক্রিপ্টোকারেন্সি হেজফান্ডগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এতে ডিজিটাল কারেন্সি খাতে অস্থিরতা দেখা দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দুই বছরের সর্বোচ্চ দরপতন দেখা দিয়েছে। সুদহার বৃদ্ধি ও মন্দার আশঙ্কার কারণে ওয়াল স্ট্রিটে অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে বিটকয়েন ও ইথারিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সিতে। টলব্যাকেন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী মাইকেল পারভিজ মনে করেন, বিটকয়েনের মান কয়েক দিনের মধ্যে ১৫ হাজার ডলারের কাছাকাছি চলে যাবে।
চলতি বছরে বিটকয়েন প্রায় ৬০ শতাংশ মূল্য হারিয়েছে। নিকট প্রতিদ্বন্দ্বী ইথারিয়াম হারিয়েছে প্রায় ৭৪ শতাংশ। ২০২১ সালে বিটকয়েনের মান রেকর্ড সর্বোচ্চ ৬৮ হাজার ডলারে দাঁড়িয়েছিল।
বাজার অস্থিরতার কারণে সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় কয়েনবেজ গ্লোবাল, জেমিনি ও ব্লকফাইয়ের মতো কোম্পানি। গত সপ্তাহে ডাবললাইন ক্যাপিটালের সিইও জেফ্রি গুন্ডলাখ বলেন, বিটকয়েনের মান ১০ হাজার ডলারে নেমে এলে তিনি অবাক হবেন না।