১৭০০ বছরের পুরনো আংটি

এক কথায়, আশ্চর্য সুন্দর! একটি সোনার আংটি। তার মধ্যে বসানো বহুমূল্য নিকোলো স্টোন। সেই পাথরে কিউপিড-এর নগ্ন পোট্রেট। তির-ধনুক হাতে অপূর্ব সুন্দর সেই নগ্ন বালক। কামঘন ভালোবাসার দেবতা। ব্রিটেনের হ্যাম্পশায়ার কাউন্টির ট্যাঙ্গলে গ্রামে মাটির নিচ থেকে পাওয়া গেলাে নগ্ন কিউপিডের পোট্রেট করা একটি ১ হাজার ৭০০ বছরের প্রাচীন সোনার আংটি।

গ্রিক পুরাণ অনুযায়ী, কিউপিড হল কামঘন প্রেম, যৌন উত্তেজনার দেবতা। শুক্রের পুত্র। গ্রিক ভাষায় কিউপিডকে বলা হয় Eros। বলা হয়, কিউপিডের হাতে থাকা তির কোনও মহিলাকে বিদ্ধ করলে, সে পাগলের মতো কিউপিডের প্রেমে পড়ে যায়। ট্যাঙ্গলে গ্রামের একটি বাগানে মাটির নিচে পাওয়া গেলো রোমান যুগের কিউপিড আঙটিটি। গবেষকরা বলছেন, এই সোনার আংটি চতুর্থ শতাব্দীর।

আংটিটি পাওয়া যায় ২০১৩ সালে। কিন্তু গবেষকরা এতদিন পরীক্ষা করে দেখছিলেন আংটিটির প্রাচীনত্ব। আংটির পাথরে খোদাই করা কিউপিডের পোট্রেট দেখে তাঁরা মুগ্ধ। তাঁরা জানাচ্ছেন, আংটিটি কোনও রোমান শাসকের ছিল। আংটিটি ব্রিটিশ মিউজিয়ামে রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *