১৫ হাজার কোটি টাকা মুনাফা কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড প্রায় ৪০ হাজার কোটি টাকা আয় করেছে। পরিচালন ব্যয় বাদে নিট মুনাফা হয়েছে ১৫,১০০ কোটি টাকা। আগের অর্থবছর ১৫,000 কোটি টাকা আয় করেছিল। পরিচালন ব্যয় বাদে নিট মুনাফা হয়েছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা।

বুধবার (আগষ্ট ২৮) কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন হয়। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এই বৈঠক হয়।

বাংলাদেশ ব্যাংক গত অর্থবছর রেপো, স্পেশাল রেপোর বিপরীতে বিভিন্ন ব্যাংককে বিপুল অঙ্কের স্বল্পমেয়াদি ধার দিয়েছে। সব মিলিয়ে এ রকম ধারের পরিমাণ ছিল ৩২, ২১,০০০ কোটি টাকা। এর আগের সাত বছরে দেওয়া মোট ধারের চেয়ে যা বেশি। সুদহারও ছিল সাম্প্রতিক যে কোনো সময়ের চেয়ে বেশি। পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিক্রি ও সরকারকে ঋণ দিয়েও অনেক টাকা আয় করেছে।

সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে তথ্য গোপন করে অর্থবছরের শেষ তিন মাসে সরকারকে টাকা ছাপিয়ে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *