১৫০ মিলিয়ন পাউন্ড সাইনিং মানির প্রস্তাব!
স্টাফ রিপোর্টার
রিয়াল মাদ্রিদে খেলবেন বলে পিএসজির সঙ্গে চুক্তিতে সই করছেন না কিলিয়ান এমবাপ্পে। ধারণা করা হচ্ছে, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আগামী গ্রীষ্মেই তিনি রিয়ালে পাড়ি জমাবেন এবং স্প্যানিশ ক্লাবটির সঙ্গে মৌখিক চুক্তিও নাকি হয়ে গেছে তার। কিন্তু হাল ছাড়ছে না পিএসজি।
এই ফরোয়ার্ডকে রাজি করাতে তাকে ১৫০ মিলিয়ন পাউন্ড ‘সাইনিং অন ফি’র প্রস্তাব দিয়েছে ফরাসি ক্লাবটি।
সেই সঙ্গে তাকে বছরে ২১ মিলিয়ন পাউন্ড নিট বেতনও দিতে চায় পিএসজি। বিবিসি