১৩ কোটি ৩২ লাখ কেজি চা রফতানি করেছে ভারত
আন্তর্জাতিক বাজারে ভারত থেকে রফতানি হওয়া চায়ের চাহিদা তুলনামূলক বেশি রয়েছে। এ কারণে চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশটিতে চা উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমলেও পানীয় পণ্যটির রফতানি সাড়ে ৬ শতাংশ বেড়ে ১৩ কোটি ৩২ লাখ টন ছাড়িয়েছে। টি বোর্ড অব ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও বিজনেস লাইন।
টি বোর্ড অব ইন্ডিয়ার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৩ কোটি ৩২ লাখ ১০ হাজার কেজি চা রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ বেশি। ২০১৭ সালের প্রথম সাত মাসে ভারতীয় রফতানিকারকরা মোট ১২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার কেজি চা রফতানি করেছিলেন। সে হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি বেড়েছে ৮২ লাখ ২০ হাজার কেজি।
চলতি বছরের প্রথম সাত মাসে চা রফতানি করে ভারতীয় রফতানিকারকরা মোট ২ হাজার ৬১৮ কোটি ৮৩ লাখ ডলার আয় করেছেন বলে টি বোর্ড অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক বছরের ব্যবধানে চা রফতানি বাবদ দেশটির আয় বেড়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। ২০১৭ সালের জানুয়ারি-জুলাই সময়ে চা রফতানি বাবদ ভারতীয় রফতানিকারকরা মোট ২ হাজার ৪৫৩ কোটি ১৮ লাখ রুপি আয় করেছিলেন। সে হিসাবে, এক বছরের ব্যবধানে চা রফতানি খাতে ভারতের আয় বেড়েছে ১৬৫ কোটি ৬৫ লাখ রুপি।
চা উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়। পানীয় পণ্যটির বৈশ্বিক রফতানি চাহিদার ৭ দশমিক ৫ শতাংশ এককভাবে জোগান দেয় ভারত। রাষ্ট্রায়ত্ত চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম সাত মাসে দেশটি থেকে চীনের বাজারে মোট ৫৭ লাখ ৮০ হাজার কেজি চা রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ লাখ ৪০ হাজার কেজি বেশি। ২০১৭ সালের জানুয়ারি-জুলাই সময়ে ভারত থেকে চীনে ৪৪ লাখ ৪০ হাজার কেজি চা রফতানি হয়েছিল। একই সময়ে ভারত থেকে পাকিস্তানে মোট ৫৭ লাখ ৩০ হাজার কেজি চা রফতানি হয়েছিল। এক বছরের ব্যবধানে পাকিস্তানের বাজারে ভারতীয় রফতানিকারকরা মোট ৮৫ লাখ কেজি চা রফতানি করেছেন। সে হিসাবে, বছরান্তে ভারত থেকে পাকিস্তানে পানীয় পণ্যটির রফতানি বেড়েছে ৪৮ শতাংশ।
গত জানুয়ারি-জুলাই সময়ে ইরানে মোট ১ কোটি ৫২ লাখ ৪০ হাজার কেজি চা রফতানি করেছে ভারত, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি। ২০১৭ সালের প্রথম সাত মাসে ভারত থেকে ইরানে ১ কোটি ৩২ লাখ ১০ হাজার কেজি চা রফতানি হয়েছিল। চলতি বছরের প্রথম সাত মাসে মিসরে মোট ৭৬ লাখ ২০ হাজার কেজি চা রফতানি করেছে ভারত। আগের বছরের একই সময়ে দেশটিতে ভারতীয় রফতানিকারকরা মোট ৪৬ লাখ ৭০ হাজার কেজি চা রফতানি করেছিলেন।
এদিকে চলতি বছরের প্রথম সাত মাসে ভারত থেকে ইউরোপের বাজারেও চা রফতানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময় ভারত থেকে যুক্তরাজ্যে মোট ৬৪ লাখ ৫০ হাজার কেজি চা রফতানি হয়েছে। আগের বছরের একই সময়ে দেশটিতে ৫৫ লাখ ৪০ হাজার কেজি চা রফতানি করেছিল ভারত।
এদিকে চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) ভারতের বাগানগুলোয় সব মিলিয়ে ৫৮ কোটি ৩৮ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় টি বোর্ড, যা আগের বছরের প্রথম সাত মাসের তুলনায় ৫ শতাংশ কম। ২০১৭ সালে ভারতে সব মিলিয়ে ১২৮ কোটি ৫০ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল।