১২৩ কোটি ডলার লোকসানে রিভিয়ান
স্টাফ রিপোর্টার
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১২৩ কোটি ডলার নিট লোকসান গুনেছে রিভিয়ান। পিকআপ ট্রাক উৎপাদন শুরু করায় এ লোকসানের মুখোমুখি হয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থাটি। এ নিয়ে বছরের প্রথম নয় মাসে সংস্থাটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২২৩ কোটি ডলারে। এ লোকসানের জন্য রিভিয়ান শ্রম ও চলমান উৎপাদন ব্যয়কে দায়ী করেছে। সংস্থাটি ইলিনয়ের নরমালে বিস্তৃত আকারে উৎপাদন শুরু করেছে। এপি