১১ জনই শূন্যে আউট
ক্রিকেটে কত কিছুই হয়! তাই বলে এটাও বিশ্বাস করতে হবে? একদিনের ক্রিকেটে কোনো এক দল প্রতিপক্ষকে লক্ষ্য দিলো ৭৬২ রানের! আর সেটা তাড়া করতে গিয়ে কোনো ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারলেন না। সবাই করলেন ‘শূন্য’!
হ্যাঁ, অবিশ্বাস্য ঠেকলেও এমনটাই ঘটেছে মুম্বাইয়ের স্কুল ক্রিকেটে। ৭৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটি দল অলআউট হয়ে গেছে মাত্র ৭ রানে! এই ৭ রানই এসেছে অতিরিক্ত থেকে। দলের ১০ ব্যাটসম্যানই শূন্য রানে সাজঘরে ফেরত যান। একজন শূন্যতে থাকেন অপরাজিত।
খেলা চলছিল হ্যারিস শিল্ডের ফার্স্ট রাউন্ড নকআউট ম্যাচের। মুম্বইয়ের আজাদ ময়দানে মুখোমুখি হয়েছিল অন্ধেরির চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুল ও বোরিবলির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল (এসভিআইএস)।
প্রথমে ব্যাট করে এসভিআইএস ৩৯ ওভারে মাত্র চারটি উইকেট হারিয়ে তোলে ৬০৫ রান। যার মধ্যে মিত মায়েকার একাই করে ১৩৪ বলে করেন অনবদ্য ৩৩৮ (৫৬টি চার ও ৭টি ছক্কা)।
নির্ধারিত তিন ঘণ্টায় চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলের বল করার কথা ছিল ৪৫ ওভার। কিন্তু সেই সময়ের মধ্যে ৬ ওভার কম করার জন্য তাদের উপর আরও ১৫৬ রান চাপে। চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলের সামনে পাহাড়প্রমাণ ৭৬২ রানের লক্ষ্য দাঁড়ায়।
জবাবে ব্যাট করতে নেমে স্বাভাবিক ভাবেই চাপে ছিল চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলের খেলোয়াড়রা। তারা একের পর এক শূন্য রানে আউট হতে থাকেন। একজনই রানের খাতা খুলতে পারেননি। ওয়েলফেয়ার স্কুলের ব্যাটসম্যানরা ক্রিজে টিকতে পেরেছেন মাত্র ৬ ওভার। এই ৬ ওভারের মধ্যে এসভিআইএস-এর বোলাররা ৭ রান অতিরিক্ত দেয়, ৬টি ওয়াইড ও একটি বাই রান।