হৃদয়ের বিশ্ব রেকর্ড
শ্রীলঙ্কান যুবাদের বিপক্ষে রানোৎসবে মেতেছেন বাংলাদেশ যুব দলের সেরা ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। টানা তিন ম্যাচে সেঞ্চুরি তথা সেঞ্চুরির হ্যাটট্রিক করে গড়েছেন বিশ্ব রেকর্ড।
যুব ক্রিকেটের ইতিহাসে পরপর দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড রয়েছে ১১ জন ব্যাটসম্যানের। গত রোববার লঙ্কান যুব দলের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ১২৩ রানের ইনিংস খেলে এ তালিকায় শেষ ব্যাটসম্যান হিসেবে নাম তুলেছিলেন হৃদয়।
একদিন বিরতি দিয়ে আজ (মঙ্গলবার) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে যুব ক্রিকেটে টানা তিন সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন হৃদয়।
এছাড়া অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এটি তার পঞ্চম সেঞ্চুরি। যা কি না যুব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। তার সমান ৫টি সেঞ্চুরি রয়েছে ভারতীয় যুবা উন্মুখ চান্দের। সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি পাকিস্তানের সামি আসলামের। আর ২টি সেঞ্চুরি করতে পারলেই এ রেকর্ডটিও নিজের করতে পারবেন হৃদয়।