হুয়াওয়ের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে
চীনা প্রযুক্তি জায়ান্টটির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ পুরনো। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে প্রতিষ্ঠানটি। এদিকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে বেশ কয়েকটি দেশ ফাইভজি নেটওয়ার্কে হুয়াওয়ে প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছে।
জার্মানভিত্তিক সংবাদপত্র জেইট অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাজ্যের নেটওয়ার্ক অপারেটরদের সব ধরনের হুয়াওয়ে কিট অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জার্মান সরকার টেলিকম অপারেটরদের তাদের নেটওয়ার্কগুলোয় হুয়াওয়ে ও জেডটিই কোম্পানির কিছু সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের প্রতি ট্রাম্প যুগের বিধিনিষেধ আরো কঠোর করার কথা ভাবছে বাইডেন প্রশাসন। নিষেধাজ্ঞাটি চিপ সরঞ্জাম প্রস্তুতকারক এনভিডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সর্বশেষ মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সিং রুলসের সংশোধনী খসড়ায় এমনটাই উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে যুক্তরাষ্ট্র উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের জন্য প্রয়োজনীয় চিপ সরঞ্জামে চীনের অ্যাক্সেসের প্রতি কঠোর বিধিনিষেধ আরোপ করে। বিশ্লেষকরা বলছেন, ওই নিষেধাজ্ঞা চীনের উন্নত নজরদারিসংক্রান্ত প্রযুক্তি ও অস্ত্র তৈরি বাধাগ্রস্ত করবে। একই সময়ে হুয়াওয়ের সাম্প্রতিক কার্যক্রম ও অভিযোগগুলো চীনা প্রযুক্তি খাতকে চাপের মধ্যে ফেলবে।