হুন্দাই মোটরের মুনাফা ৫ শতাংশ কমেছে
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে হুন্দাই মোটর কোম্পানির নিট মুনাফা ৫ শতাংশ কমেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, থিটা টু ইঞ্জিনচালিত গাড়ির বিক্রয়োত্তর পরিষেবাসংক্রান্ত জটিলতা নিরসনে ব্যয় বৃদ্ধিতে জুলাই-সেপ্টেম্বরের বিক্রিতে প্রভাব পড়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে হুন্দাইয়ের নিট মুনাফা ১ লাখ ৪১ হাজার কোটি ওন, যা গত বছরের একই সময়ের ১ লাখ ৪৮ হাজার কোটি ওন থেকে ৫ শতাংশ কম।
থিটা টু ইঞ্জিন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করতে হুন্দাই ১ লাখ ৩৬ হাজার কোটি ওন বরাদ্দ রেখেছিল। এছাড়া তৃতীয় প্রান্তিকে অন্য গ্রাহকদের বিভিন্ন পরিষেবা প্রদানেরও প্রস্তাব দিয়েছিল। ফলে প্রতিষ্ঠানটির মুনাফার ওপর ব্যাপক প্রভাব পড়ে। এতে পরিচালন মুনাফা তৃতীয় প্রান্তিকে ৩ দশমিক ৪ শতাংশ কমে ১ কোটি ৫৫ হাজার কোটি ওন হয়েছে যা গত বছরে ছিল ১ লাখ ৬০ হাজার কোটি ওন। এছাড়া একই সময়ে বিক্রয় ২৮ লাখ ৮৭ হাজার কোটি ওন থেকে ৩১ শতাংশ বেড়ে ৩৭ লাখ ৭০ হাজার কোটি ওন হয়েছিল।
চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতারা বার্ষিক বিশ্বব্যাপী বিক্রয় লক্ষ্যমাত্রা ৪৩ লাখ ২০ হাজার ইউনিট থেকে কমিয়ে ৪০ লাখ ১০ হাজার ইউনিটে সংশোধিত করেছে। এছাড়া ক্রমবর্ধমান পারিপার্শ্বিক অনিশ্চয়তার কারণে প্রতিষ্ঠানটি তার পরিকল্পিত মূল ব্যয় ৯ লাখ ২০ হাজার কোটি ওন থেকে চলতি বছরে ৮ লাখ ৯০ হাজার কোটি ওনে নামিয়ে এনেছে।