হীরার দামে বিশ্ব রেকর্ড

বিশ্বের অন্যতম পুরনো ও বৃহত্তম নিলামঘর ব্রিটেনের বোনহ্যাম। ২০০ বছরের বেশি পুরনো এ নিলামঘরটি শিল্পকর্ম ও মূল্যবান দ্রব্য বিক্রির জন্য সুপরিচিত। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে ৫ দশমিক শূন্য ৩ ক্যারেটের একটি মসৃণ গোলাপি হীরা নিলামে তোলা হয়েছিল। নিলামে ২৯ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়ে হীরাটি রীতিমতো বিশ্ব রেকর্ড গড়েছে। বোনহ্যাম নিলাম ঘরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর মাইনিং ডটকম।

বিবৃতিতে বলা হয়েছে, লন্ডনের বোনহ্যাম নিলাম ঘরে বিক্রি হওয়া মসৃণ গোলাপি হীরাটির ক্যারেটপ্রতি ৫ লাখ ৮৩ হাজার ৫৫১ ডলার দাম পাওয়া গেছে। এটা এ-যাবত্কালে নিলামে বিক্রি হওয়া গোলাপি হীরার সর্বোচ্চ দাম। এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি নিলামে মসৃণ গোলাপি হীরার প্রতি ক্যারেটের সর্বোচ্চ দাম ৫ লাখ ২৮ হাজার ২১ ডলার উঠেছিল।

বোনহ্যাম ইউকের জুয়েলারি শাখার পরিচালক এমিলি বারবার বলেন, মসৃণ গোলাপি হীরাটির এ দাম আমাদের কাছেও অপ্রত্যাশিত ছিল। নিলামে এ ধরনের হীরার দামে নতুন বিশ্ব রেকর্ড হওয়ায় আমরা বেশ আনন্দিত।

তার মতে, তিনটি কারণে মসৃণ গোলাপি হীরাটির দামে বিশ্ব রেকর্ড হয়েছে। প্রথমত. গোলাপি হীরাগুলো সাধারণত পাঁচ ক্যারেটের বেশি হয় না। এ কারণে এটির আকার গ্রাহকদের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত. হীরাটি মসৃণ ও চৌকোনাকৃতি হওয়ায় দেখতে নতুন রূপ পেয়েছে। তৃতীয়ত. হীরাটির হালকা গোলাপি রঙ এটির মধ্যে রাজকীয় রূপ নিয়ে এসেছে। এ তিনটি কারণে নিলামে গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রে ছিল গোলাপি হীরাটি।

তবে নিলামে বিপুল অর্থের বিনিময়ে ৫ দশমিক শূন্য ৩ ক্যারেটের মসৃণ গোলাপি হীরাটির মালিকানা কার হাতে গেছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *