হিলিতে পেঁয়াজের কেজি ১২ টাকা
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম আরেক দফা কমেছে। তিনদিনের ব্যবধানে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম ৩-৪ টাকা কমে কেজিপ্রতি ১২ টাকায় নেমেছে। মূলত ভারতের বাজারে তুলনামূলক কম দাম ও পর্যাপ্ত আমদানির কারণে হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।
গতকাল হিলি স্থলবন্দরে পাইকারি আড়তগুলো ঘুরে ভারতের ইন্দোর ও ভেলোর থেকে আমদানি করা পেঁয়াজ সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা যায়। এ সময় পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) ইন্দোর থেকে আমদানি করা প্রতি কেজি নতুন মৌসুমের পেঁয়াজ মানভেদে ১২-১৩ টাকায় বিক্রি হয়। আর ভেলোর থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১৫-১৬ টাকায়। তিনদিন আগেও আমদানি করা এসব পেঁয়াজ কেজিপ্রতি ৩-৪ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল।
এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দরপতনের প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। গতকাল স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ মানভেদে ১৪-১৮ টাকায় বিক্রি হয়। তিনদিন আগে এসব পেঁয়াজের দাম কেজিতে ৪-৫ টাকা বাড়তি ছিল। অন্যদিকে খুচরা বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কিছুটা কমে কেজিপ্রতি ৩৫ টাকায় নেমে এসেছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন জানান, ভারতের বাজারে নতুন মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করেছে। এ কারণে দেশটির বাজারে পেঁয়াজের দাম আগের তুলনায় কমে গেছে। দেশীয় আমদানিকারকরা তুলনামূলক কম দামে পেঁয়াজ আমদানি করতে পারছেন। এর জের ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়ে গেছে। ফলে স্থানীয় বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়ে দাম কমতে শুরু করেছে।
এ বিষয়ে তিনি বলেন, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৫০-৬০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যটির সরবরাহ অনেকটাই বেড়েছে। পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দামে এর প্রভাব পড়েছে। আগামী দিনগুলোয় আমদানি স্বাভাবিক থাকলে পাইকারি পর্যায়ে পেঁয়াজের কেজি ১০ টাকার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে।