হাসপাতালের আইসিইউতে বিয়ে
পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগেই বিয়ে! তাও আবার হাসপাতালের আইসিইউতে। ভুগছেন দুরারোগ্য ফুসফুসের রোগে। তারপরেও হাসপাতালের বিছানায় শুয়েই তিনি হয়ে গেছেন বিয়ের আসরের মধ্যমণি!
৪৯ বছর বয়সী জুবাল কিরবি দীর্ঘদিন ধরেই ভুগছেন পালমোনারি ফাইব্রোসিস নামে ফুসফুসের জটিল রোগে। তিন সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ‘ক্যারোলিনাস মেডিক্যাল সেন্টার’ হাসপাতালে। কোন উন্নতি হয়নি।
তাঁর জীবন ফুরিয়ে আসছে দ্রুত বুঝতে পেরে ২৬ বছর ধরে যাঁর সঙ্গে ঘর করছেন, সেই কলিন কারবিকে জুবাল বিয়ে করলেন হাসপাতালেই।
গত সোমবারই হাসপাতালে জুবালকে বিয়ে করেছেন কলিন। বিয়েটা এতোই তাড়াতাড়ি সেরে ফেলতে হয়েছে যে, তাঁদের কুড়ি বছর বয়সের মেয়ে কাইলা মা-বাবার সেই বিয়েতে হাজির থাকতে পারেননি। কিন্তু অনেকেই ছিলেন সেই বিয়েতে। ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মীরা। কলিন-জুবালের আত্মীয় আর সাংবাদিকরা।
তবে মেয়ে কাইলার বিয়েতে হাজির থাকতেই হবে তার বাবাকে। তাই কাইলা তাঁর বিয়ের দিন অন্তত সাত মাস এগিয়ে এনেছেন। ড্যানিয়েল হেইলির সঙ্গে কাইলার বিয়েটা হওয়ার কথা ছিল আগামী বছরের জুলাইয়ে। কিন্তু, বাবা জুবাল আর কত দিন বাঁচবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকায় কাইলা এগিয়ে নিয়ে এসেছেন তাঁর বিয়ের দিন। আগামী মাসেই কাইলা বিয়ে করছেন ড্যানিয়েলকে।