হালান্ডের ৫, লাইপজির হালে সিটির ৭

স্টাফ রিপোর্টার

গোলমেশিন খ্যাতি পাওয়া আরলিং হালান্ড মাঝে কদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অবশেষে ফের স্বরূপে দেখা দিলেন নরওয়ের বিধ্বংসী স্ট্রাইকার। এবার এক ম্যাচেই করলেন ৫ গোল।

হালান্ডের স্বপ্নময় রাতে লাইপজিগকে ৭-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নাম লিখিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে এক তরফা খেলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। অন্য দুই গোলদাতা কেভিন ডে ব্রুইন ও ইলকাই গিনদোয়ান।

দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখলো ম্যান সিটি। প্রথম লেগে ১-১ সমতা ছিল।

শেষ ষোলোর আরেক ম্যাচে পোর্তোর মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। তবে প্রথম লেগে ১-০ গোলে জেতায় শেষ আটের টিকেট পেয়েছে ইতালিয়ান দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *