হালান্ডের জোড়ায় সিটির ৫ গোলের জয়
স্টাফ রিপোর্টার
আরলিং হালান্ড তার নতুন ক্লাব ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত ফর্ম দেখিয়েই যাচ্ছেন। বুধবার রাতে করলেন জোড়া গোল। তবে নরওয়ের এই ফরোয়ার্ডকে আরেকটি হ্যাটট্রিকের সুযোগ দেননি পেপ গার্দিওয়ালা। বিরতির ঠিক পরেই তাকে তুলে নেন সিটি কোচ।
তবে হালান্ড উঠে গেলেও গোল উৎসব থামেনি সিটির। ঘরের মাঠ ইতিহাদে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এ নিয়ে টানা তিন ম্যাচে তারা তুলে নিলো জয়।