হার্ডডিস্ক ড্রাইভের বর্তমান বাজারদর
কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হার্ডডিস্ক ড্রাইভ। প্রয়োজনীয় ফাইল, ছবি, ভিডিও কিংবা যেকোনো ধরনের তথ্য হার্ডডিস্ক ড্রাইভে সংরক্ষিত হয়।
এক্সটারনাল ও ইন্টারনাল দুই ধরনের হার্ডডিস্ক থাকলেও কাজের সুবিধার্থে অনেকেই এখন এক্সটারনাল বা পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ ব্যবহার করছেন। দেশের প্রযুক্তি বাজারে পাওয়া যাচ্ছে এমন কয়েকটি ব্র্যান্ডের এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভের বাজারদর নিয়ে আজকের আয়োজন—
এডাটা এইচভি৩০০
এডাটা ব্র্যান্ডের এইচভি৩০০ মডেলের ১ টেরাবাইট ধারণক্ষমতার এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভ বাজারে পাওয়া যাচ্ছে। এটি ইউএসবি ৩.১ সমর্থন করবে। ডিভাইসটিতে তথ্য আদান-প্রদানে দ্রুতগতি পাওয়া যাবে। ৫ হাজার টাকা দামের এ এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভের সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।
ট্রান্সসেন্ড টিএস১টিএসজে২৫এম৩জি: ট্রান্সসেন্ড ব্র্যান্ডের স্লিম ১ টেরাবাইট এ এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভ দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
শক-প্রতিরোধী এ হার্ডডিস্ক ড্রাইভে তথ্য আদান-প্রদানে দ্রুতগতি মিলবে। এটি ইউএসবি ৩.১ সমর্থন করবে। ওয়ান টাচ অটো-ব্যাকআপ বাটন-সংবলিত ৫ হাজার টাকা দামের ডিভাইসটির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।
ট্রান্সসেন্ড টিএস২টিএসজে২৫এম৩এস
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ২ টেরাবাইট ধারণক্ষমতার এ এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভ দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ইউএসবি ৩.১ সংযোগ সমর্থিত এ ডিভাইসে তথ্য আদান-প্রদানে গতি মিলবে সর্বোচ্চ ৫ জিবিপিএস। ৭ হাজার ৫০০ টাকা দামের শক-প্রতিরোধী এ ড্রাইভ ক্রয়ে তিন বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।
অ্যাপাসার এসি৬৩০
অ্যাপাসার ব্র্যান্ডের এসি৬৩০ মডেলের ১ টেরাবাইট ধারণক্ষমতার এ এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভ ইউএসবি ৩.১ সমর্থন করবে। এতে তথ্য আদান-প্রদানে গতি মিলবে ১ থেকে ৫ জিবিপিএস। ৬ হাজার টাকা দামের এ এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভের সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।
সিগেট এসটিডিআর
ব্যাকআপ প্লাস
সিগেট ব্র্যান্ডের এ এক্সটারনাল হার্ডডিস্ক ড্রাইভে ২ টেরাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে। ইউএসবি ৩.০ সংযোগ সমর্থিত ডিভাইসটিতে তথ্য আদান-প্রদানে দ্রুতগতি পাওয়া যাবে। এটি উইন্ডোজ ৭, ৮, ভিস্তা ও এক্সপির পাশাপাশি অ্যাপল ম্যাক ওএস সমর্থন করবে। কালো রঙের ৭ হাজার ৭৯৯ টাকা দামের এ এইচডিডির সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।