হাতির ত্রিভুজ প্রেমের বলি দাঁত
নারী-পুরুষের ত্রিভুজ প্রেমের উদাহরণ রয়েছে অসংখ্য। প্রিয় মানুষটি কার হবে-এ প্রশ্নে হয়েছে মারামারি, খুনোখুনি। এ তো গেল মানুষের কথা। বন্যপ্রাণীরাও কি ত্রিভুজ প্রেমে জড়ায়। মন যাকে চায় তাকে পেতে তারাও কি সংঘর্ষে জড়িয়ে পড়ে?
এ প্রশ্নের উত্তর পাওয়া গেল ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের জঙ্গলে। সেখানকার দুটি হাতির লড়াইয়ের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। আর এ লড়াই মূলত ত্রিভুজ প্রেমকে ঘিরে। এতে বলি হয়েছে একটি হাতির দাঁত।
লালগড় রেঞ্জের বিভিন্ন জঙ্গলে প্রায় সত্তর থেকে আশিটি হাতি রয়েছে। হাতিগুলো গত কয়েকদিন ধরে লালগড় রেঞ্জের বিভিন্ন গ্রামের জায়গায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। তাতে অতিষ্ঠ স্থানীয়রা। হাতি তাড়ানোর দাবিতে লালগড়ে পথ অবরোধও করেন গ্রামবাসীরা। কিন্তু হাতিগুলো তাড়াতে পরেনি বনদপ্তর। তারই মাঝে ঝিটকার জঙ্গলে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুটি হাতি। বনকর্মীদের দাবি, একটি হাতি বেশ কয়েকদিন ধরেই একা ঘুরে বেড়াচ্ছিল। কিছুদিন আগে তার একটি হস্তিনীর সঙ্গে সম্পর্কও তৈরি হয়। ইতোমধ্যেই এদিন ঝিটকার জঙ্গল থেকে একটি হাতির দল জামিরকোটা নামে আরেকটি জঙ্গলের দিকে চলে আসে। সেই জঙ্গলে ওই হাতিটিও হস্তিনীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সঙ্গিনীর ওপর কার অধিকার থাকবে, তা নিয়েই দুটি হাতির মধ্যে লড়াই বেঁধে যায়। হাতির হুংকারে গ্রামের লোকজন ছুটে আসেন। খবর যায় বনদপ্তরে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিদের লড়াই থামায়।
বনদফতরের চেষ্টায় হাতিগুলোকে জঙ্গলে পাঠানো হয়েছে। ততক্ষণে যদিও একটি হাতির দাঁত ভেঙে গেছে। এ বিষয়ে মেদিনীপুরের বন কর্মকর্তা (ডিএফও) সন্দীপ বারোয়াল বলেন, ‘একটি নিঃসঙ্গ হাতির সঙ্গে দলের একটি দাঁতালের লড়াই হয়েছিল। হস্তিনীর অধিকার নিয়ে এই লড়াই। এটা হয়েই থাকে। তবুও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
তবে বনকর্মীরা যতই বলুক না কেন যে, এমন ঘটনা জঙ্গলে প্রায়ই হয়েই থাকে, গ্রামবাসীদের কাছে এটাই এখন আলোচনার মূল বিষয়। সকলেই সঙ্গিনীর অধিকার নিয়ে হাতির লড়াইকে বেশ উপভোগ করছেন।