হাটহাজারী মাদরাসায় আল্লামা শফী
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে তাকে হাটহাজারী মাদরাসায় নিয়ে যাওয়া হয়।
হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। বিকেল ৩টার দিকে তিনি হাটহাজারী মাদরাসার উদ্দেশে চমেক হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে বার্ধক্যজনিত দুর্বলতা ও শ্বাসকষ্ট নিয়ে গত রোববার (৭ জুন) রাত ৮টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল হেফাজত আমিরকে।
তারও আগে গত ১১ এপ্রিল শ্বাসকষ্টসহ শারীরিকভাবে অসুস্থ হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৪ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকায় চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি চট্টগ্রামে ফিরেন।
প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।