হন্ডুরাসের কফি রফতানি ৬৩ শতাংশ বেড়েছে
হন্ডুরাসের কফি রফতানি জুলাইয়ে লক্ষণীয় মাত্রায় বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটি ৬৩ শতাংশ বেশি কফি বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করতে সক্ষম হয়েছে। হন্ডুরাসের জাতীয় কফি ইনস্টিটিউট আইএইচক্যাফে সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইনস্টিটিউটের নির্বাহীরা জানান, জুনে রফতানি চুক্তির অধীনে যেসব কফি ক্রেতা দেশে সরবরাহ করা সম্ভব হয়নি, সেসব কফি জুলাইয়ে রফতানি করা হয়েছে। এছাড়া গত মাসে আমদানিকারক দেশগুলোয় চাহিদাও ছিল শক্তিশালী। এ দুই বিষয় রফতানি প্রবৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে।
মধ্য আমেরিকার শীর্ষ কফি উৎপাদক হন্ডুরাস। জুলাইয়ে দেশটি ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৩ লাখ ৯০ হাজার ৬১৭ ব্যাগ।
হন্ডুরাস কফি রফতানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিগুয়েল পোনস বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোয় হন্ডুরাসের কফির চাহিদা ধারাবাহিকভাবে বেড়েছে। এছাড়া জুনে যেসব কফি রফতানি করা সম্ভব হয়নি, তা জুলাইয়ে সরবরাহ করা হয়েছে।’
২০২২-২৩ উৎপাদন মৌসুমে দেশটি ৫৫ লাখ ২০ হাজার ব্যাগ কফি রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগের মৌসুমে রফতানির পরিমাণ ছিল ৪৭ লাখ ব্যাগ।
এ মৌসুমের প্রথম ১০ মাসে দেশটি ৪৮ লাখ ৩০ হাজার ব্যাগ কফি রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।