হঠাৎবাড়তে শুরু করেছে ডালের দাম
দেশের বাজারে হঠাৎই বাড়তে শুরু করেছে সব ধরনের ডালের দাম। দেশীয় ব্যবসায়ী ও আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে মসুর, মুগসহ সব ধরনের ডালের দাম আগের তুলনায় বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশে পণ্যটির দামে। চট্টগ্রাম থেকে রাজধানী, সবখানেই ডালের দাম আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে।
গতকাল নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ পাইকারি বাজার ঘুরে প্রতি কেজি মসুর ডাল (সরু) ৮৬-৮৮ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগেও পণ্যটি কেজিপ্রতি ৮০-৮২ টাকায় বিক্রি হয়েছিল।
অন্যদিকে তুলনামূলক মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৬-৫০ টাকায়। এক মাস আগেও পণ্যটি কেজিপ্রতি ৪২-৪৪ টাকায় বিক্রি হয়েছিল। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ৭০-৮৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০-১০০ টাকায়।
রাজধানীর রহমতগঞ্জের পাইকারি বাজারে আগে যে মসুর ডালের কেজি ছিল ৮৩ টাকা, এক মাসের ব্যবধানে তা বেড়ে কেজিপ্রতি ৯৪-৯৫ টাকায় দাঁড়িয়েছে। আর এক মাসের ব্যবধানে ৭৮ টাকা কেজির মুগ ডাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকায়। মাসাহান্তে পণ্যটির দাম কেজিতে ২২ টাকা বেড়েছে। একই চিত্র দেখা গেছে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। এখানে মসুুর, মুগসহ সব ধরনের ডালের দাম মানভেদে কেজিতে আড়াই থেকে ৩ টাকা বেড়েছে।
এ বিষয়ে পুরান ঢাকার রহমতগঞ্জের মেসার্স এস আলম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলী আজগর বলেন, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের পাইকারি বাজারে বাড়তি দামে ডাল বিক্রি হওয়ায় দেশের সব বাজারেই পণ্যটির দাম বাড়তে শুরু করেছে।
অন্যদিকে চট্টগ্রামের ডাল আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, কানাডা ও অস্ট্রেলিয়ায় ডালের দাম বেড়েছে। আগে এ দুটি দেশ থেকে ডাল আমদানিতে ৩৭০-৪১০ ডলার ব্যয় হতো। এখন এর পরিমাণ ৪৭০-৫২০ ডলারে পৌঁছেছে। এর প্রভাবে দেশের বাজারেও ডালের দাম বাড়তে শুরু করেছে।