হংকং বিমানবন্দরে যাত্রী পরিবহন রেকর্ড

স্টাফ রিপোর্টার

গত জানুয়ারিতে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ লাখ যাত্রী আগমন করেছে, যা ২০২২ সালের একই মাসের তুলনায় ২ হাজার ৯০০ শতাংশ বেড়েছে। খবর এফএমটি।

ভ্রমণে বিধিনিষেধ তুলে নেয়ার ফলে গত মাসে ঘুরে দাঁড়িয়েছে হংকংয়ের পর্যটন খাতে। দক্ষিণ-পূর্ব এশিয়া ও জাপান থেকে পর্যটক লক্ষণীয় পরিমাণে বেড়েছে। হংকংয়ের সঙ্গে চীনের সীমান্ত উন্মুক্ত করা এবং চন্দ্র নববর্ষের কারণে ভ্রমণ চাহিদা বেড়েছে।

বৈশ্বিক আর্থিক কেন্দ্র ও চীনের প্রবেশদ্বার হিসেবে ফের অবস্থান পুনরুদ্ধার করতে চায় হংকং। জিরো-কভিড নীতি থেকে চীন বেরিয়ে আসায় হংকংও করোনা নীতিমালা শিথিল করতে শুরু করেছে। মূল ভূখণ্ড চীন এখনো হংকংয়ের বৃহত্তম বাণিজ্য অংশীদার ও পর্যটন উৎস।

পর্যটক আকৃষ্টে চলতি মাসে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে নগর কর্তৃপক্ষ। এর আওতায় চলতি বছরে পাঁচ লাখেরও বেশি ফ্রি বিমান টিকিট দেবে হংকং সরকার। এয়ারলাইনস শিল্পকে ঘুরে দাঁড়াতে সহায়তার পদক্ষেপ হিসেবে ২০২০ সালে ২৫ কোটি ৫০ লাখ ডলারে ওই টিকিট ক্রয় করেছিল হংকংয়ের বিমানবন্দর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *