সয়াবিন গম ও ভুট্টার দাম বেড়েছে যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ মূল্য। বৃহস্পতিবার খাদ্যপণ্যটির দামে এ প্রবৃদ্ধি দেখা যায়। এ সময় সয়াতেলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ শতাংশ বেড়ে সপ্তাহের সর্বোচ্চ দাম স্পর্শ করেছে। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভোজ্যতেল সরবরাহ ও রফতানির চাহিদা কমে আসায় এমন চিত্র দেখা গেছে। এ সময় মার্কিন গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বাড়ে ২ শতাংশ, এর আগে খাদ্যশস্যটির দামে ৪ শতাংশ পতন দেখা গিয়েছিল। পণ্যটির রফতানি চাহিদা বাড়ার পাশাপাশি শক্তিশালী বায়ুঝড় ও শুষ্ক আবহাওয়া দ্বারা দেশটির সমভূমি আঘাতপ্রাপ্ত হওয়ায় দামে এ বৃদ্ধির চিত্র দেখা যায়। একই সময়ে ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ মূল্যও বেড়েছে। খবর রয়টার্স।
২০২২ সালের জানুয়ারিতে সরবরাহের জন্য শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধিতে নির্ধারণ করা হয়েছে প্রতি বুশেল ১২ ডলার ৭৭ সেন্ট। দিনের শুরুতে প্রতি বুশেল সয়াবিনের মূল্য ছিল ১২ ডলার ৮০ সেন্ট, যা ২৪ নভেম্বরের পর সর্বোচ্চ মূল্য। এ সময়ে সয়াতেলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধিতে নির্ধারণ করা হয় প্রতি পাউন্ড ৫৪ দশমিক ৬৫ সেন্ট। মার্চের জন্য সিবিওটিতে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রতি বুশেলে দাঁড়ায় ৭ ডলার ৭০ সেন্ট। একই সময়ের জন্য ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ মূল্য দাঁড়ায় প্রতি বুশেলে ৫ ডলার ৯১ সেন্ট।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অয়েলসিড প্রসেসরস অ্যাসোসিয়েশনের (এনওপিএ) ঘোষণার পর দেশটিতে সয়াবিনের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে। এনওপিএ জানায়, নভেম্বরে দেশজুড়ে সয়াতেলের সরবরাহ কমেছে। এর আগে বিশ্লেষকরা অনুমান করেছিলেন, সয়াতেলের মজুদ বাড়তে পারে।
স্টোনএক্সের প্রধান কমোডিটি অর্থনীতিবিদ আরলান সুডারম্যান জানান, এনওপিএর ঘোষণার দ্বারা এটা নিশ্চিত হওয়া গেছে, দেশে সয়াতেলের মজুদ কমেছে। নতুন প্রজন্মের নবায়নযোগ্য জ্বালানি প্ল্যান্ট চালু হওয়ার ফলে এ সংকট তৈরি হয়েছে। ফলে রফতানি কার্যক্রম শুরু করতেও দেরি হবে। এ সময় বেসরকারিভাবে ভারতে ২০ হাজার টন সয়াতেল রফতানির খবর নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।
বিশ্লেষকরা জানান, ২০২২-২৩ বিপণন মৌসুমে (সেপ্টেম্বর-আগস্ট) যুক্তরাষ্ট্রে সয়াবিনের আবাদ বাড়তে পারে। অক্টোবরে প্রকাশিত ইউএস কৃষি বিভাগের বৈশ্বিক কৃষি সরবরাহ ও চাহিদার ধারণা সূচকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী বিপণন মৌসুমে প্রতি বুশেল সয়াবিনের দাম চলতি বছরের তুলনায় ১৪ শতাংশ বাড়বে। এ সময় প্রতি বুশেল সয়াবিনের দাম দাঁড়াতে পারে ১২ ডলার ৩৫ সেন্ট। একই সময়ে প্রতি বুশেল ভুট্টার দাম ২১ শতাংশ বেড়ে দাঁড়াবে ৫ ডলার ৪৫ সেন্টে।