স্যামসাং পণ্য কিনে জিতে নিন ফ্রিজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রিমিয়াম প্যাভিলিয়ন ১৬-তে স্যামসাংয়ের পণ্য কেনাকাটায় বিভিন্ন উপহার তুলে দেয়া হচ্ছে ক্রেতাদের। প্রথম দুই সপ্তাহে দুইজন ক্রেতা এবং তৃতীয় সপ্তাহে আরও দুইজন ক্রেতা ফ্রিজ জিতেছেন বলে স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাণিজ্য মেলার স্যামসাং স্মার্ট প্লাজা থেকে টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন, এয়ার পিউরিফায়ার বা ভ্যাকুয়াম ক্লিনার কিনে প্রতি সপ্তাহে যে কেউ জিতে নিতে পারেন একটি ফ্রিজ একদম ফ্রি।

প্রথম সপ্তাহে ক্রেতা ইলিয়াস ও দ্বিতীয় সপ্তাহে ফাইয়াজ জিতে নিয়েছেন দুইটি স্যামসাং ফ্রিজ। গত ২২ জানুয়ারি স্যামসাংয়ের প্যাভিলিয়ন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে লাকি ড্র করে বিজয়ীদের ফ্রি ফ্রিজ বুঝিয়ে দেয়া হয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

তৃতীয় সপ্তাহে একইভাবে ক্রেতা জাহিদ ও মোবারক জিতে নিয়েছেন ফ্রিজ।

স্যামসাং বাংলাদেশ কনজ্যুমার ইলেকট্রনিক্সের মার্কেটিং প্রধান খন্দকার আশিক ইকবাল, প্রডাক্ট ম্যানেজার শরিফুল ইসলাম এবং ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন।

এবারের বাণিজ্য মেলায় মোবাইল ফোনে ৫৫ শতাংশ ও টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়; ফ্রিজের সঙ্গে টিভি, ওভেন ফ্রি; নির্দিষ্ট মডেলের ফ্রিজের সঙ্গে ৭ হাজার ৯০০ টাকার গিফট ভাউচার; ওয়াশিং মেশিনে ৭ শতাংশ ছাড়; এসি, এয়ার পিউরিফায়ার ও ভ্যাকুয়াম ক্লিনারে ১০ শতাংশ ছাড় এবং স্মল অ্যাপ্লায়েন্সে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *