স্মার্ট শহরের তালিকায় এগিয়ে সৌদি আরব
স্টাফ রিপোর্টার
স্মার্ট শহরের তালিকায় ৩০তম অবস্থানে উঠে এসেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। গত বছরের তুলনায় নয় ধাপ এগিয়েছে শহরটি। এ উন্নতির ফলে প্যারিস, বার্লিন ও মাদ্রিদের শহরগুলোকে পেছনে ফেলেছে রিয়াদ। তবে স্মার্ট শহরের এ তালিকায় আরব শহর হিসেবে এর অবস্থান তৃতীয়। আবুধাবি প্রথম ও দুবাই দ্বিতীয় অবস্থানে আছে।
এ দুটি শহরের অবস্থান যথাক্রমে ১৩ ও ১৭তম। আরব শহরগুলোর মধ্যে মক্কা, জেদ্দা ও মদিনা প্রথমবারের মতো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মোট ১৪১টি শহরের মধ্যে মক্কা ৫২তম, জেদ্দা ৫৬তম ও মদিনা ৮৫তম অবস্থানে আছে। স্মার্ট সিটির তালিকায় শীর্ষ অবস্থানে আছে সুইজারল্যান্ডের সর্ববৃহৎ শহর জুরিখ। দ্বিতীয় অবস্থানে নরওয়ের রাজধানী অসলো এবং তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। আরব নিউজ