স্মার্ট বাংলাদেশে গতিশীল শেয়ারবাজার পাওয়ার আশা ডিএসই চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারবাজার অন্যতম প্রধান খাত উল্লেখ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেছেন, ‘আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নের সঙ্গে একটি গতিশীল শেয়ারবাজার পাবো বলে আমরা আশাবাদী।’

বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান বিনসেন্ট ভেন ড্যাসেল’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের ব্রাসেলসে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোডশো শেষে হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল বিনসেন্ট ভেন ড্যাসেলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ডিএসই চেয়ারম্যান বাংলাদেশের উদীয়মান অর্থনীতি, সরকারের উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এবং বাংলাদেশের শেয়ারবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের শেয়ারবাজার একটি উদীয়মান শেয়ারবাজার। ডিএসইর বাজার মূলধন প্রায় ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বিনিয়োগের জন্য শেয়ারবাজার হলো অন্যতম প্রধান খাত। এছাড়াও বাংলাদেশে উদ্ভাবনী প্রকল্প এবং স্মার্ট বাংলাদেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নের সঙ্গে একটি গতিশীল শেয়ারবাজার পাবো বলে আমরা আশাবাদী। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অধ্যাপক হাসান বাবু ডিএসই ও বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলস পারস্পরিক সহযোগিতা বিষয়ক একটা সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়েও আলোচনা করেন। একই সঙ্গে তিনি বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যানকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনেরও আহ্বান জানান।

ডিএসইর প্রতিনিধিদল প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাও তুলে ধরেন। এসময় তিনি বেলজিয়ামের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

প্রতিনিধিদলে ছিলেন- ডিএসইর পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্ত্বিক আহমদ শাহ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *