স্মার্ট টিভি কেনার পূর্বে যা করবেন

টেলিভিশন এখন  শুধুমাত্র সম্প্রচারিত অনুষ্ঠান দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন কার স্মার্ট টেলিভিশনে ইন্টারনেট যুক্ত থাকে যার ফলে ইউটিউব ভিডিও দেখা, ফেসবুক ব্রাউজিং, গেমিং সহ অনেক আধুনিক সুবিধা পাওয়া যায়। বর্তমান বাজারে বিভিন্ন ব্রান্ডের টিভি কিনতে পাওয়া যায়। টিভি কেনার সময় কিছু ব্যাপার জেনে রাখা উচিত যেমন- গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি, কনফিগারেশন, ব্র্যান্ড, টেকনোলজি, মূল্য সহ আরও কিছু ব্যাক্তিগত পছন্দের ব্যাপার।

সনি  টিভি

বর্তমানে বাজারে বেশ কিছু নতুন মডেলের টিভি বাজারে ছেড়েছে সনি। ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৮৫ ইঞ্চি পর্যন্ত বেশ কয়েকটি মডেল। পৃথিবীর সেরা ১০ টি টিভির মধ্যে ৫৫ ইঞ্চি ডিসপ্লের স্লিম গেমিং সিরিজ এক্স-৯০০০ ই টিভি একটি।

স্যামসাং  টিভি

২০১৮ এর শেষের দিকে দেশের বাজারে বেশ কয়েকটি স্মার্ট টিভি এনেছে স্যামসাং। এই টিভি গুলো ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। স্যামসাং স্মার্ট টিভি গুলাতে রয়েছে ৩ স্তরের নিরাপত্তা।

চায়না টিভি

কম দামের মধ্যে চায়না টিভি অনেক বেশি জনপ্রিয়। আপনার সল্প বাজেটের মধ্যে একটা চায়না স্মার্ট টিভি কিনে নিতে পারবেন। চায়না স্মার্ট টিভির মধ্যে ইউসবি, এসডি কার্ড, ওয়াইফাই এর সুবিধাও থাকে।

তাছাড়া রয়েছে ৩-ডি টিভি, ৪-কে টিভি এবং কার্ভড টিভি। বর্তমানে আধুনিক এবং উন্নতমানের এই টিভি গুলো বেশ জনপ্রিয়।

বর্তমানে দেশের সব নামি এবং বিশ্বাসযোগ্য রিটেইলার ও অনলাইন শপ থেকে এগুলোর রিভিউ ও দাম দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *