স্মার্টফোনের বৈশ্বিক বাজার ৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার

বৈশ্বিক স্মার্টফোন অ্যাপ্লিকেশন প্রসেসর (এপি) বাজার গত বছর ২৩ শতাংশ সম্প্রসারিত হয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮০ কোটি ডলার। সম্প্রতি প্রকাশিত স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের হ্যান্ডসেট কম্পোনেন্ট টেকনোলজিস (এইচসিটি) সার্ভিস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্মার্টফোন এপিতে ৩৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে কোয়ালকম। ২৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে তার পরই রয়েছে মিডিয়াটেক ও অ্যাপল।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকস বলছে, ২০২১ সালে অ্যাপল, মিডিয়াটেক, কোয়ালকম ও ইউনিসকের বাজার হিস্যা বেড়েছে। তবে বাজার হিস্যা কমেছে হাইসিলিকন ও স্যামসাং এলএসআইয়ের। ফাইভজি-অ্যাটাচড এপি রফতানি বছরওয়ারি ৮৪ শতাংশ বেড়েছে। ২০২১ সালে রফতানীকৃত মোট স্মার্টফোন এপির ৪৬ শতাংশ ছিল ফাইভজি-অ্যাটাচড এপি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিন-সংবলিত অন-ডিভাইস এপি রফতানি গত বছর ৯০ কোটি ছাড়িয়েছে। সর্বোচ্চ বিক্রীত অ্যান্ড্রয়েড এআই এপির মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮/৮৮৮ প্লাস, ৭৬৫/জি, ৭৫০জি এবং ৬৬২ ও ডাইমেনসিটি ৭০০। ২০২১ সালে উৎপাদিত প্রতি চারটি স্মার্টফোন এপির তিনটিই করেছে টিএসএমসি। সরবরাহ সংকট সত্ত্বেও টিএসএমসি ও স্যামসাং ফাউন্ড্রির মতো প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি সরবরাহ অব্যাহত রেখেছে।

গত বছর রফতানীকৃত মোট এপির ৪৩ শতাংশ ছিল সাত ন্যানোমিটার কিংবা তার কমের এপি। গত বছর পিক্সেল টেনসর চিপ নিয়ে স্মার্টফোন এপি বাজারে প্রবেশ করেছে গুগল। অবশ্য অ্যালফাবেট মালিকানাধীন প্রযুক্তি জায়ান্টটির বাজার হিস্যা মাত্র শূন্য দশমিক ১ শতাংশ।

এদিকে গত বছর স্যামসাং এলএসআইয়ের এপি রফতানি কমেছে। তাদের প্রধান গ্রাহক স্যামসাং মোবাইল কোয়ালকম, মিডিয়াটেক ও ইউনিসকের দিকে হাত বাড়ানোয় এপির বিক্রি কমেছে। এতে গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো স্যামসাং এপি রফতানি ১০ কোটির নিচে নেমে এসেছে। ২০২২ সালে মধ্যম স্তরের ফাইভজি এপি এক্সিনোজ ১২৮০ বাজারে আনার মাধ্যমে বাজার হিস্যা পুনরুদ্ধার করতে পারে স্যামসাং।

আয়ের দিক থেকে কোয়ালকম শীর্ষস্থান ধরে রাখলেও এপি ইউনিট রফতানিতে গত বছর মিডিয়াটেক শীর্ষে উঠে এসেছে। ২০২১ সালে ৭ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন এপি রফতানি করেছে তাইওয়ানভিত্তিক কোম্পানিটি। এলটিই এপি পোর্টফোলিও জোর দিয়ে ২০২১ সালে শক্তিশালী প্রত্যাবর্তন হয়েছে ইউনিসকের। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রাক্কলন, ২০২২ সালে মিডিয়াটেককে হটিয়ে শীর্ষ এলটিই এপি সরবরাহকারী প্রতিষ্ঠান হতে পারে ইউনিসক। মিডিয়াটেক ও কোয়ালকমের মতো প্রতিষ্ঠান ফাইভজিতে মনোযোগ বাড়ানোয় এ সুযোগ নিতে পারে তারা।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের এইচসিটি পরিচালক সাভন কুন্দোজজালা বলেন, ইউনিটের দিক থেকে প্রথমবারের মতো কোয়ালকমকে ছাড়িয়ে গেছে মিডিয়াটেক। মধ্য ও নিম্নস্তরের ফোরজি এলটিই এপি থেকে কোয়ালকমের মনোযোগ সরে যাওয়ায় সে সুযোগটা নিচ্ছে মিডিয়াটেক। ইউনিটের দিক থেকে শীর্ষস্থান হারালেও ২০২১ সালে মিডিয়াটেকের চেয়ে ৪৩ শতাংশ বেশি আয় করেছে কোয়ালকম। উভয় কোম্পানিই ফাইভজি এপি সেগমেন্টে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। এ সেগমেন্টের এপির গড় বিক্রয়মূল্য বা এএসপি ১৩ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *