স্বর্ণ উত্তোলন দ্বিগুণ করছে আইভরি কোস্ট
পশ্চিম আফ্রিকার খনিজ-সমৃদ্ধ দেশ আইভরি কোস্ট। দেশটিতে উত্তোলন হওয়া খনিজের মধ্যে অন্যতম স্বর্ণ। ২০২৫ সাল নাগাদ নিজস্ব খনিগুলো থেকে মূল্যবান ধাতুটির উত্তোলন গত বছরের তুলনায় বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। খবর মেটাল বুলেটিন।
আইভরি কোস্টের ভাইস প্রেসিডেন্ট দানিয়েল কাবলান দানকান জানান, ২০১৭ সালে আইভরি কোস্টে সব মিলিয়ে ২৫ টন স্বর্ণ উত্তোলন হযেছে। আগামী ২০২৫ সাল নাগাদ নিজম্ব খনিগুলো থেকে মূল্যবান ধাতুটির উত্তোলন গত বছরের তুলনায় দ্বিগুণ বাড়িয়ে ৫০ টনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
আইভরি কোস্টের প্রধান রফতানি পণ্য কোকো। তবে দেশটি রফতানি বাণিজ্যে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এর অংশ হিসেবে খনিজ খাতে বিশেষ গুরুত্ব দিয়েছে দেশটি। গত বছর আইভরি কোস্টের খনিজ দ্রব্য রফতানি বাবদ আয়ে ১১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। এ প্রবৃদ্ধি অর্জনের পেছনে দেশটির স্বর্ণ উত্তোলন ও রফতানি খাত কার্যকর ভূমিকা রেখেছে।