স্বর্ণ উত্তোলন কমার পূর্বাভাস দক্ষিণ আফ্রিকায়
দক্ষিণ আফ্রিকার মূল্যবান ধাতু খননকারী বহুজাতিক সংস্থা সিবানিয়ে স্টিলওয়াটার সম্প্রতি বার্ষিক স্বর্ণ উত্তোলনের নিম্নমুখী পূর্বাভাস দিয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মারাত্মক দুর্ঘটনাবশত ও নিরাপত্তা নিরীক্ষার দরুন কিছু জায়গায় কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। এতে স্বর্ণ উত্তোলন কমার আশঙ্কা দেখা দিয়েছে। খবর মাইনিং ডটকম।
সিবানিয়ে স্টিলওয়াটারের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ৮ লাখ ৮৪ হাজার থেকে ৯ লাখ ৪৮ হাজার আউন্স স্বর্ণ উৎপাদন হবে। প্রতিষ্ঠানটি আরো জানায়, প্রতি আউন্স স্বর্ণ উত্তোলনের খরচ পড়বে ১ হাজার ৭৪২ ডলার।
এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার গোল্ড অ্যান্ড প্লাটিনাম গ্রুপ মেটাল (পিজিএম) একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে কিছু জায়গায় খননকাজ বন্ধ। তবে উত্তোলন কমলেও স্বর্ণ উত্তোলনের পরিমাণ পূর্বাভাসের চেয়ে কম হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা বলছেন, প্রায়ই দুর্ঘটনার কারণে দক্ষিণ আফ্রিকায় খননকাজে নিরাপত্তা আলোচ্য বিষয় হয়ে উঠেছে। দেশটির সবচেয়ে বড় খনন সংস্থা মিনারেল কাউন্সিলের তথ্যানুযায়ী, এ বছর ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭২টি দুর্ঘটনা হয়েছে। গত বছর একই সময়ে দুর্ঘটনার সংখ্যা ছিল ৫২।