স্বর্ণমুদ্রা চালু করল জিম্বাবুয়ে
মূল্যস্ফীতি ঠেকাতে স্বর্ণমুদ্রা চালুর সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ২৫ জুলাই থেকে আফ্রিকার দেশটিতে এ মুদ্রা পাওয়া যাবে। দেশীয় মুদ্রার অবনয়ন ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি রোধে এ মুদ্রা চালু করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর বিবিসি।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ের গভর্নর জন পি মাঙ্গুদিয়া এক বিবৃতিতে জানান, ২২ ক্যারেটের এক ট্রয় আউন্স সোনা দিয়ে এ স্বর্ণমুদ্রা তৈরি করা হবে। যা ২৫ জুলাই থেকে দেশের বাজারে পাওয়া যাবে। একটি সিরিয়াল নম্বর দিয়ে এ মুদ্রা চিহ্নিত করা হবে, যাতে সহজে এটি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নগদে রূপান্তর করা যায়।
চলতি বছর প্রধান মুদ্রাগুলোর বিপরীতে জিম্বাবুয়ের ডলারের মূল্য হ্রাস পেয়েছে। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতির বার্ষিক হার ছিল ১৯১ দশমিক ৬ শতাংশ। সম্প্রতি দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি ১৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দ্বিগুণের বেশি বাড়িয়ে দিয়েছে। চলতি মাসে এ সুদের হার ৮০-২০০ শতাংশে দাঁড়িয়েছে।