স্বপ্নের ঢাকা গড়ে তুলব : আতিকুল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত আনিসুল হকের স্বপ্নের ঢাকা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী মো. আতিকুল ইসলাম।
সোমবার রাজধানীর মিরপুরে মিরপুর-১৩ ও ১০ নম্বর সেনপাড়া নান্নু মার্কেট এলাকায় নির্বাচনী পথসভা করেন তিনি।
পথসভায় আতিকুল ইসলাম বলেন, আনিস ভাইয়ের অসম্পূর্ণ স্বপ্ন আমি পূরণ করব ইনশাআল্লাহ। আনিস ভাই ঠিক যেমনটি চেয়েছিলেন সেভাবে রাজধানী ঢাকাকে গড়ে তুলতে আমি তার পথে চলব। তার স্বপ্ন বর্ধিত করে আরও সুস্থ, সুন্দর, স্বচ্ছল ও আধুনিক ঢাকা তাকে উপহার দেব।
এ সময় বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী। তিনি সবার দোয়া কামনা করে বলেন, ‘আমাকে আপনাদের স্বপ্নের ঢাকা গড়ার সুযোগ করে দিন। রানা প্লাজা ধসের সময় যেভাবে আমি আপনাদের নিরাশ করিনি, তেমনি ঢাকার এ দুর্দিনে আমি আপনাদের নিরাশ করব না।’