স্টার্টআপ উন্নয়নে একসাথে কাজ করবে এফবিসিসিআই ও ভিসিপিয়াব

স্টাফ রিপোর্টার

স্টার্টআপ উন্নয়নে এবং দেশি ও বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ আকর্ষণে একসাথে কাজ করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)। ভিসিপিয়াব সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এর সাথে এফবিসিসিআই কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সহ-সভাপতি হাবিবুল্লাহ ডন ও আমিন হেলালি, বিডি ভেঞ্চার লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল আজম, কন্সটেলেশন এ্যাসেট ম্যানেজমেন্ট লি এর প্রধান বিনিয়োগ কর্মাকর্তা তানভীর আলি, অ্যাংকরলেস বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত আহমেদ, এ্যথেনা ভেঞ্চার্স এর প্রতিষ্ঠাতা মাহবুব মজুমদার এবং এথেনা ভেঞ্চার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা গফফার ঢালি।

এফবিসিসিআই সভাপতি মো জসিম উদ্দিন বলেন, স্টার্টআপ তথা দেশের অর্থনীতির উন্নয়নের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগ টেকসই করতে হবে এবং এই খাতের উন্নয়নের জন্য আমরা ভিসিপিয়াব এর সাথে একসাথে কাজ করব। তিনি আরোও বলেন আমরা সরকারের কাছে স্টার্ট আপ ও ভেঞ্চার ক্যাপিটাল এর গুরুত্ব তলে ধরব এবং তরুন উদ্যোক্তা বান্ধব নিতিমালা তৈরিতে সহায়তা করব।

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান বলেন, স্থানীয় স্টার্টআপে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি স্টার্টআপের উন্নয়নে নীতিগত সহায়তা, অবকাঠামো এবং দক্ষ জনবল তৈরি করতে এফবিসিসিআই ও ভিসিপিয়াব একসাথে কাজ করবো। আমরা স্টার্টআপ এবং তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশের জিডিপিতে ২ শতাংশ পর্যন্ত অবদান রাখতে চাই ও ১৫ লক্ষ মানুষের কর্মসংস্থান করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *