স্টার্টআপের জন্য মধ্যপ্রাচ্যের সেরা শহর রিয়াদ

স্টাফ রিপোর্টার

বিশ্বে এখন প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ। অনেক দেশই এখন এসব নতুন উদ্যোক্তা স্টার্টআপের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা ঘোষণা করছে। স্টার্টআপ শুরুর জন্য যেসব সুযোগ-সুবিধা বা পরিবেশের প্রয়োজন হয় তা পাওয়া গেলেই এসব উদ্যোগ একটি দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন করতে পারে। সবদিক বিবেচনায় স্টার্টআপের জন্য মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার (এমইএনএ) মধ্যে সবচেয়ে ভালো শহর হিসেবে উঠে এসেছে রিয়াদের নাম।

যুক্তরাজ্যভিত্তিক যোগাযোগ প্লাটফর্ম শর্টলিস্টের করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে। ইন্টারনেটের গতি, অফিস স্থাপনের জন্য গড় ভাড়া, কাজের আনন্দ বা সুখের সূচক এবং সাক্ষরতার অবস্থা বিবেচনায় নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে রিয়াদের পরই রয়েছে দুবাই শহরের নাম। আর তৃতীয় অবস্থান দখল করে নিয়েছে কুয়েত সিটি।

পরিসংখ্যান বলছে, গত জুনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্টার্টআপে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৩৭ কোটি ডলারে। মোট ৬৬টি আলাদা চুক্তির মাধ্যমে এ বিপুল বিনিয়োগ হয়েছে। আর বিনিয়োগকারীদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়, ১০টি মানদণ্ডের ওপর ভিত্তি করে শহরগুলোকে নম্বর দেয়া হয়েছে। সে হিসাবে শর্টলিস্টের তালিকার শীর্ষ অবস্থান দখল করে নিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ।

প্রতিবেদনে বলা হয়েছে, সব সূচকের ভিত্তিতে দেখা গিয়েছে, স্টার্টআপের জন্য মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের সবচেয়ে ভালো শহর রিয়াদ। শহরটিতে ব্রডব্যান্ড কানেকশনের গড় গতি ৯৪ দশমিক ৬৪ এমবিপিএস বা এর চেয়ে বেশি। রিয়াদের সাক্ষরতার হার ৯৫ শতাংশ এবং সুখ বা আনন্দের সূচকেও এ অঞ্চলের স্কোর সর্বোচ্চ। অন্যদিকে বিদ্যুৎ খরচও তুলনামূলক কম।

রিয়াদের পরেই রয়েছে দুবাই শহরের নাম। শর্টলিস্টের তথ্য অনুযায়ী, উচ্চগতির ইন্টারনেট সংযোগের কারণে মধ্যপ্রাচ্যে স্টার্টআপের জন্য সেরা শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই। শহরটিতে ইন্টারনেট ডাউনলোড স্পিড ১৮৯ দশমিক শূন্য সাত এমবিপিএস, যা যুক্তরাজ্য বা এমইএনএ অঞ্চলের অন্য যেকোনো শহরের চেয়ে বেশি। এ গতিকে হাইব্রিড ওয়ার্কিং বা অফিস থেকে দূরে বসে কাজ করার জন্য একেবারে যথাযথ বলে উল্লেখ করেছে শর্টলিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *