স্টারবাকসের বিক্রির গতি কমেছে

স্টাফ রিপোর্টার

চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্টারবাকসের বিক্রির গতি কমেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে এবার নতুন পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে মার্কিন কফি চেইন। আর সেটি হলো, চীনের প্রভাবশালী খাবার ডেলিভারি প্রতিষ্ঠান মেইতুয়ানের সঙ্গে চুক্তি। এর মাধ্যমে স্টারবাকসের কফি চীনের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হবে। খবর রয়টার্স।

চলতি সপ্তাহে স্টারবাকস জানায়, মেইতুয়ানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে চুক্তিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি; যার মাধ্যমে চীনের গ্রাহকরা কফি ডেলিভারি নিতে পারবেন এবং মেইতুয়ান অ্যাপের মাধ্যমে স্টারবাকসের স্টোরগুলোয়ও রিজারভেশন দিতে পারবেন।

মূলত চীনের কফির বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণেই নতুন পদক্ষেপের কথা ভাবতে হয়েছে স্টারবাকসকে। পাশাপাশি দেশটির বাজারে স্টারবাকস কফির সহজপ্রাপ্যতাও নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে সরকার ঘোষিত নানা বিধিনিষেধের কারণে বন্ধ হয়ে যায় কফি পানের দোকানগুলো। চীনে চতুর্থ প্রান্তিকের বিক্রিতে ৭ শতাংশ পতনের মুখে পড়ে স্টারবাকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *