স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে মিলবে কোম্পানির পূর্ণাঙ্গ আর্থিক তথ্য

স্টাফ রিপোর্টার

এখন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পূর্ণাঙ্গ আর্থিক বিবরণী পাওয়া যাবে। এ লক্ষ্যে ‘এক্সচেঞ্জসমূহের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশ’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই বিষয়টির উদ্বোধন করেন।

এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্ ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।

তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের ফলে কী হবে- জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, এর ফলে এখন থেকে বিনিয়োগকারীরা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিস্তারিত আর্থিক প্রতিবেদন পাবেন। নিরীক্ষকের অভিমতও পাওয়া যাবে। আগে এটি পাওয়া যেত না। মোট কথা এর মাধ্যমে বিনিয়োগকারীরা কোম্পানির বিস্তারিত আর্থিক প্রতিবেদন পাবেন এবং তথ্যের প্রবাহ বাড়বে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের দুই এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের কার্যক্রম খুবই ভালো একটি উদ্যোগ। বর্তমানের চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তথ্য একটা প্রধান চালিকা শক্তি হিসেবে বিদ্যমান। আমরা তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার কাছে তথ্যের প্রবাহ বা তথ্যের প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি।

তিনি বলেন, এই উদ্যোগের বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানির বিষয়ে আরও বেশি তথ্য পাবেন এবং আরও ভালো বিনিয়োগ পরিকল্পনা করতে সক্ষম হবেন।

ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের ক্ষেত্রে শুধু ডিএসই’র ওয়েবসাইটেই লক্ষাধিক নতুন তথ্য দেওয়া হয়েছে বলে ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *