সৌদি লজিস্টিকস শিল্পের আকার ১ হাজার ৮০০ কোটি ডলার

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটির পরিবহন খাত। সরকারি নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পণ্য ও পরিষেবার লজিস্টিকস শিল্প। বর্তমানে সৌদি লজিস্টিকস শিল্পের আকার দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি ডলার, যা জিসিসির উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে সর্বোচ্চ। খবর আরব নিউজ।

জ্বালানি তেল রফতানির ওপর নির্ভরশীল সৌদি আরব। তবে সম্প্রতি শুধু জ্বালানি তেল খাতের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সাম্প্রতিক সময়ে সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার। এরই পরিপ্রেক্ষিতে সৌদি সরকার ভিশন ২০৩০ পরিকল্পনা হাতে নিয়েছে। এর জের ধরে লজিস্টিকস শিল্প খাতে বড় ধরনের পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি আরবের পরিবহন মন্ত্রণালয়। মূলত এ ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সংযোগ রেখে সৌদিকে একটি লজিস্টিকস কেন্দ্রে পরিণত করার লক্ষ্য সরকারের।

সৌদি বাল্ক ট্রান্সপোর্টের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সৌদি আরবের লজিস্টিকস শিল্প খাতের আকার ১ হাজার ৮০০ কোটি ডলার। ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যান রিসার্চের উপাত্তে বলা হয়, ২০২০-২৫ সালের মধ্যে সৌদি আরবের লজিস্টিকস খাতের সম্মিলিত বার্ষিক প্রবৃদ্ধি হার বা সিএজিআর থাকবে ৬ দশমিক ৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *