সৌদি যাচ্ছে ডিসিসিআই প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত ৫ দশকে নতুন উচ্চতায় স্থান পেয়েছে। এরই ধারাবাহিকতায় দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের কারণে ২০২২ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার। যেটি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে।

সম্ভাবনাময় এ দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কের আরও উন্নয়নের লক্ষ্যে দেশের অন্যতম সংগঠন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌদি আরব সফর করবে। ২৮ অক্টোবর ঢাকা ছাড়বে প্রতিনিধিদলটি।

অর্থনৈতিক কূটনীতি, রপ্তানির বাজার বহুমুখীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে পেতে ডিসিসিআই সভাপতির নেতৃত্বে সফরকারি বেসরকারিখাতের সর্ববৃহৎ এ প্রতিনিধিদলটি আগামী ২৯ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবে।

সৌদি সরকার ‘সৌদি ভিশন ২০৩০’-এর মাধ্যমে সেদেশের বাণিজ্য ও বিনিয়াগে ব্যাপক পরিবর্তন আনয়নের পরিকল্পনা গ্রহণ করেছে। ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে হতে উত্তোরণের পথে রয়েছে। বাংলাদেশ, এমন বাস্তবতায় দু’দেশের একই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ তৈরি হবে।

ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারের নেতৃত্বে ৬১ সদস্য বিশিষ্ট এ বাণিজ্য প্রতিনিধিদলে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, আবাসন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা, তথ্য-প্রযুক্তি, লজিস্টিক, টেক্সটাইলসহ উৎপাদনমুখী খাতের দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা সৌদি আরব সফর করবেন। এ সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি রিয়াদ চেম্বার, মক্কা চেম্বার, মদীনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর মত খ্যাতনামা বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা সভা এবং সেখানকার বেসরকারিখাতের উদ্যোক্তাদের সঙ্গে বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণ করবে।

সময়োপযোগী এ বাণিজ্য সফর দু’দেশের সম্ভাবনাময় ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি আগামীতে দ্বিপাক্ষিক ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *